Wellcome to National Portal
Economic Relations Division Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 14th June 2023

Proactively Disclosed information

অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নিম্নবর্ণিত ৩ ধারনের তথ্য রয়েছেঃ

  (১) স্ব-প্রণোদিত তথ্য  
  (২) চাহিদার ভিত্তিতে প্রদানযোগ্য তথ্য
  (৩) প্রদান বাধ্যতামূলক নয়, এমন তথ্য 

নিম্নে বিস্তারিত বর্ণনা করা হলোঃ

১) স্ব-প্রণোদিত তথ্যের তালিকাঃ

ক্রম

তথ্যের বিবরণ

তথ্য প্রকাশের মাধ্যম

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমের বিবরণ, কার্যপ্রণালী এবং দায়িত্বসমূহ

ওয়েবসাইট

সিটিজেন চার্টার

ওয়েবসাইট ও মুদ্রিত অনুলিপি

ইআরডি’র বাৎসরিক বাজেট

ওয়েবসাইট

ইআরডি’র বার্ষিক প্রতিবেদন

ওয়েবসাইট ও মুদ্রিত অনুলিপি

বৈদেশিক সাহায্যের প্রবাহ (Flow of External Resources into Bangladesh) সংক্রান্ত প্রকাশনা

ওয়েবসাইট ও মুদ্রিত অনুলিপি

বৈদেশিক ঋণ, অনুদান ও কারিগরী চুক্তি স্বাক্ষর সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি; অঙ্গিকার ব্যয়ন সংক্রান্ত প্রতিবেদন

ওয়েবসাইট ও প্রিন্ট কপি বিতরণ

ইআরডি’র চলমান প্রকল্পের তথ্য (প্রকল্পের নাম, মেয়াদ, শুরু ও শেষ হওয়ার তারিখ, প্রকল্পের উদ্দেশ্যসমূহ, উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার নাম, আর্থিক অগ্রগতি সংক্রান্ত তথ্য)

ওয়েবসাইট

ইআরডি’র কর্মকর্তার তথ্য (নাম, পদবি, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর)

ওয়েবসাইট

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য (নাম, পদবি, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর)

ওয়েবসাইট

১০

আপীল কর্তৃপক্ষের তথ্য (নাম, পদবি, ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, ফ্যাক্স নম্বর)

ওয়েবসাইট

১১

টেন্ডার বিজ্ঞপ্তি

ওয়েবসাইট ও নোটিশবোর্ড

১২

বৈদেশিক প্রশিক্ষণ/ভ্রমণ সংক্রান্ত জিও

ওয়েবসাইট

১৩

ইনোভেশন টিমের কার্যক্রম সংক্রান্ত তথ্য

ওয়েবসাইট

১৪

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

ওয়েবসাইট

১৫

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, নোটিশ ও নিয়োগ পরীক্ষার ফলাফল (চুড়ান্ত হওয়ার পরে), নিয়োগ আদেশ

ওয়েবসাইট ও নোটিশবোর্ড

১৬

ইআরডিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ফরম

ওয়েবসাইট

১৭

ইআরডি কর্তৃক আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সভা/সেমিনার/ওয়ার্কশপের তথ্য

ওয়েবসাইট

১৮

যোগদান/পদায়ন/বদলী/অবমুক্তি

ওয়েবসাইট

১৯

বৈদেশিক বৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

ওয়েবসাইট

 

 

২) চাহিদার ভিত্তিতে প্রদানযোগ্য তথ্যের তালিকাঃ

    ১) স্ব-প্রণোদিত প্রকাশিত সকল তথ্য;

    ২) অডিট রিপোর্ট;

    ৩) ক্রয় কার্যক্রম সংক্রান্ত তথ্য (সিদ্ধান্ত গ্রহণের পর); এবং

    ৪) ব্যক্তিবিশেষের দেশে বিদেশে ভ্রমণ সংক্রান্ত তথ্যাদি।

 

 

৩) প্রদান বাধ্যতামূলক নয়, এমন তথ্যের তালিকাঃ

ক) কোন তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হইতে পারে এইরূপ তথ্য;

খ) পররাষ্ট্রনীতির কোন বিষয় যাহার দ্বারা বিদেশী রাষ্ট্রের অথবা আন্তর্জাতিক কোন সংস্থা বা আঞ্চলিক কোন জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্কে ক্ষুন্ন হইতে পারে এইরুপ তথ্য;

গ) কোন বিদেশী সরকারের নিকট হইতে প্রাপ্ত কোন গোপনীয় তথ্য;

ঘ) কোন তথ্য প্রকাশের ফলে কোন তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে এইরূপ বানিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত ‘গোপনীয়তা বিষয়ক’ কপিরাইট বা বুদ্ধিবৃত্তিক সম্পদ (Intellectual Property Right) সম্পর্কিত তথ্য;

ঙ) কোন তথ্য প্রকাশের ফলে বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্থ করিতে পারে এইরুপ তথ্য;

চ) কোন তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্থ হইতে পারে বা অপরাধ বৃদ্ধি পাইতে পারে এইরুপ তথ্য:

ছ) কোন তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে বা বিচারাধীন মামলার সুষ্ঠু বিচারকার্য ব্যাহত হইতে পারে এইরুপ তথ্য ;

জ) কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ন হইতে পারে এইরুপ তথ্য;

ঝ) কোন তথ্য প্রকাশের ফলে কোন ব্যক্তির জীবন বা শারীরিক নিরাপত্তা বিপদাপন্ন হইতে পারে এইরুপ তথ্য;

ঞ) আইন প্রণয়নকারী সংস্থার সহায়তার জন্য কোন ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোন তথ্য;

ট) আদালতে বিচারাধীন কোন বিষয় এবং যাহা প্রকাশে আদালত বা ট্রাইবুনালের নিষেধাজ্ঞা রহিয়াছে অথবা যাহার প্রকাশ আদালত অবমাননার শামীল এইরুপ তথ্য;

ঠ) তদন্তাধীন কোন বিষয় যাহার প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাইতে পারে এইরুপ তথ্য;

ড) কোন অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেফতার ও শাস্তিকে প্রভাবিত করিতে পারে এইরুপ তথ্য;

ঢ) আইন অনুসারে কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রহিয়াছে এইরুপ তথ্য;

ণ) কৌশলগত ও বানিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্জনীয় এইরুপ কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালদ্ধ কোন তথ্য;

ত) কোন ক্রয় কার্যক্রম সম্পূর্ণ হইবার পূর্বে বা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশিল্ট ক্রয় বা উহার কার্যক্রম সংক্রান্ত কোন তথ্য;

থ) জাতীয় সংসদের বিশেষ অধিকারহানীর কারণ হইতে পারে এইরুপ তথ্য;

দ) কোন ব্যক্তির আইন দ্ধারা সংরক্ষিত গোপনীয় তথ্য;

ধ) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বা নিয়োগ পরীক্ষার প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য; এবং

ন) মন্ত্রিপরিষদ বা ক্ষেত্রমত, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সার-সংক্ষেপসহ আনুষঙ্গিক দলিলাদি এবং বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত তথ্য। তবে শর্ত থাকে যে, মন্ত্রিপরিষদ বা ক্ষেত্রমত উপদেষ্টা পরিষদ কর্তৃক কোন সিদ্ধান্ত গৃহীত হইবার পর অনুরূপ সিদ্ধান্তের কারণ এবং যে সকল বিষয়ের ওপর ভিত্তি করিয়া সিদ্ধান্তটি গৃহীত হইয়াছে উহা প্রকাশ করা যাইবে।

 

 

 

 

 

 

                                                                                                                                                তথ্যসূত্রঃ সিটিজেন চার্টার হালনাগাদ ও মনিটরিং কমিটি

ক্যাটাগরি ও ক্যাটালগ (2).pdf ক্যাটাগরি ও ক্যাটালগ (2).pdf