Wellcome to National Portal
Economic Relations Division Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 27th February 2017

Japan Human Resource Development Scholarship Programme (JDS)

 
Picture Project Director/ Deputy Project Director Address/Telephone No./email

 Dr. A.R.M Tarek (1987)
Project Director & Joint Secretary

Room# 01,Block# 15
9119311(O), (R),01715058067(M),171(I)
e-mail: js-japan@erd.gov.bd
tariq_b2001@yahoo.com

 
Md. Ruhul Amin (5827)
Deputy Project Director & Deputy Secretary
Room# 03,Block# 15
9145469(O), (R), 01552461596 (M),224(I)
e-mail: ds-japan4@erd.gov.bd
mail.ruhulamin@gmail.com

 

জাপান হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট স্কলারশীপ প্রজেক্ট (জেডিএস) (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণঃ “জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশীপ প্রজেক্ট (জেডিএস) (২য় সংশোধিত)” শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি অর্থনৈতিক সম্পপর্ক বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। জেডিএস স্কলারশীপ প্রোগ্রামের জন্য প্রতি বৎসর বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। সংশোধিত টিপিপি অনুযায়ী এ প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০০১ থেকে জুন ২০২০ পর্যন্ত। সংশোধিত প্রকল্পে মোট প্রকল্প ব্যয় ৩০১১৯.৬৪ লক্ষ টাকা (জিওবি ৩৫১.৮৪ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্য ২৯৭৬৭.৮০ লক্ষ টাকা)। উল্লেখ্য, জাপান সরকার কর্তৃক এ যাবৎ ৩,৮৮৫ মিলিয়ন জাপানিজ ইয়েন অনুদান প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত এজেন্ট  Japan International Cooperation Center (JICE)  এর মাধ্যমে প্রকল্প সাহায্যের অর্থ সরাসরি জেডিএস ফেলোদের অনুকূলে জাপানে ব্যয় করা হয় এবং প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অন্যান্য আনুসাংগিক ব্যয় জিওবি খাত থেকে নির্বাহ করা হয়।

প্রকল্পের উদ্দেশ্যঃ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের তরুণ কর্মকর্তাদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২ বৎসর মেয়াদী মাষ্টার্স কোর্সে অধ্যয়নের সুযোগ প্রদান এবং তাঁদের অর্জিত জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করা এ প্রকল্পের উদ্দেশ্য।

কর্মকর্তা (জেডিএস ফেলো) বাছাই প্রক্রিয়াঃ বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের ১ম শ্রেণীর কর্মকর্তাদের মধ্য থেকে উম্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাপান সরকারের প্রতিনিধি কর্তৃক প্রার্থী বাছাই করা হয়।

অগ্রগতিঃ ২০১৪-১৫ অর্থ বৎসরে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৯৮.০০%। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২২৬ জন কর্মকর্তা বিভিন্ন বিষয়ে জাপানের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স ডিগ্রী কোর্স সম্পন্ন করে দেশে ফিরে এসেছেন। বর্তমানে ১৩ ও ১৪ তম ব্যাচে মোট ৩৯ জন কর্মকর্তা জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। জেডিএস ১৫তম ব্যাচে ৩০ জন কর্মকর্তা নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে।