Wellcome to National Portal
Economic Relations Division Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 19th October 2017

Knowledge for Development (K4DM)

Picture Name of Project Director/ Deputy Project Director Address/Telephone No./email
 

Jalal Ahmed (2031) 
Wing Chief (UN)
Additional Secretary &
Project Director (K4DM)

Room # 17, Block # 07, ERD
9119982(O), 108(I)
Fax: 9115348
e-mail: addlsecy-un@erd.gov.bd

 

Mohammad  Nazim Uddin
Deputy Project Director
& Deputy Secretary
Branch: UN-2

Room #16 Block#08
9119408 (O) 132(I)
01711178274 (M), 9141632 (R)
e-mail: ds-un3@erd.gov.bd
pdnagar@yahoo.com

 

প্রকল্পের উদ্দেশ্যঃ

১) উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত নিয়ম-কানুন পুন:মূল্যায়ন ও প্রয়োজনে সহজীকরণের ক্ষেত্র চিহিৃতকরণ এবং অধিকতর উন্নত তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করণ;

২) দক্ষিণ-দক্ষিণ ও ত্রিপক্ষীয় সহযোগিতা এবং সরকার-ব্যক্তিখাত সহযোগিতার (পিপিপি) চেতনায় অর্থনৈতিক ও জ্ঞান ভিত্তিক নতুন-নতুন সহযোগিতার ক্ষেত্র চিহিৃতকরণ ও এসব সহযোগিতার পূর্ণ ব্যবহারের জন্য ইআরডির সক্ষমতা বৃদ্ধি, এবং;

৩) ইউএনডিপির সকল প্রকল্পের সাধারণভাবে প্রয়োজনীয় বিশেষজ্ঞ পদ সমূহের একিভুত করণের মাধ্যমে ব্যয় সাশ্রয় ও অধিকতর উদ্ভাবনী প্রকল্প প্রণয়নে ইউএনডিপি-সরকারী যৌথ উদ্যোগকে সহযোগিতা প্রদানের মাধ্যমে ইউএনডিপি প্রকল্পসমূহের মান, সম্পৃক্ততা ও সর্বোপরি কার্যকারিতা বৃদ্ধি।

rমেয়াদ, জানুয়ারী ২০১৫-ডিসেম্বর ২০১৭

 বাস্তবায়ন অগ্রগতিঃ

(ক)  অর্থ বিভাগ থেকে গত ০২/০৯/২০১৫ তারিখে প্রকল্পের কোড নম্বর পাওয়া যায়।

(খ)  অর্থ বিভাগ থেকে গত ২০/০৯/২০১৫ তারিখে প্রকল্পের জিওবি ১০ জন জনবলের পদ সৃজিত  হয়েছে।

(গ) প্রকল্পের National Project Manager এবং Admin and Finance Assistant পদে প্রার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই তাঁরা স্ব-স্ব পদে যোগদান করবেন বলে আশা করা যায়।

(ঘ) পরিকল্পনা কমিশন থেকে প্রকল্পের অনুকূলে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য জিওবি ২৮.০০ লক্ষ টাকা সহ মোট ১১২৮.০০ লক্ষ টাকার বরাদ্দ পাওয়া গিয়েছে।

 প্রকল্পের মূল কার্যক্রমঃ

(ক) NEX Manual সহ অন্যান্য Programming Manual সংস্কার/তৈরী করা।

(খ) বিভিন্ন প্রকল্পের তথ্য ভান্ডার তৈরী করা, যার ফলে বিভিন্ন উন্নয়ন অংশীদার ও জাতিসংঘ অঙ্গ সংস্থা  সমূহের সাথে কার্যকর সমন্বয় সাধন।

(গ) ODA এর বিকল্প হিসেবে South-South Cooperation কে Promote করা।

(ঘ) National Human Development Report  তৈরী ও প্রকাশনা।